মৃত সাপ চিবিয়ে খাওয়ার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে তামিল নাড়ুর পুলিশ। ৫০ বছর বয়সী ওই ব্যাক্তির সাপ চাবিয়ে খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে এমন ব্যবস্থা নেয়া হয়। ভালদিভেলু নামের ৫০ বছর বয়স্ক ওই ব্যাক্তি একজন কৃষক। তার বিরুদ্ধে ৭ হাজার রুপি জরিমানাও আরোপ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তিনি একটি মৃত ক্রেট সাপ চিবিয়ে খাচ্ছেন। এটি একটি ভয়াবহ বিষধর সাপ। এসময় দেখা যায় তিনি দাবি করছেন, কোভিড-১৯ থেকে বাঁচতে সাপ অত্যন্ত দারুণ প্রতিষেধক। তাই নিজেকে কোভিড থেকে বাঁচাতেই তিনি সাপটি খেয়ে নিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় বন কর্মকর্তা এস আনন্দ প্রথম এই ভিডিওটি দেখেন। এরপর তিনি তার দলকে নির্দেশ দেন ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করতে। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি মাতাল ছিলেন এবং কিছু মানুষ তাকে সাপ খেতে বাধ্য করেছে। এস আনন্দ বলেন, মারা যাওয়ার পর সাপটিকে চিবিয়ে যাচ্ছিলেন ওই ব্যাক্তি। তার ভাগ্য ভাল ছিল যে, তিনি ক্রেট সাপের বিষগ্রন্থিতে কামড় দেন নি। এটি এতো বিষাক্ত যে, মানুষকে আজীবনের জন্য পক্ষাগাতগ্রস্থ করে দিতে সক্ষম।