বৃষ্টি চলুন না ভিজি !
এই যে শুনুন
বৃষ্টি হচ্ছে, ভিজবেন?
বৃষ্টি!
বাইরে তো জ্যোৎস্না।
চলুন না ভিজি!
এই মধ্যরাত হঠাৎ কি হয়েছে আপনার?
পাগল হয়ে গেলেন নাকি?
বলেন, ভিজবেন?
বৃষ্টি ছাড়া মানুষ কীভাবে ভিজে?
বাইরে তো তুমুল বৃষ্টি !
চাঁদ থেকে নেমে আসছে, জ্যোৎস্নার বৃষ্টি
চলুন, আজ না হয় দু’জনে জ্যোৎস্নায় ভিজি।
ভিজতে ভিজতে হঠাৎ চিৎকার করে বলে উঠি, ভালোবাসি!
বৃষ্টিকে ? জ্যোৎস্নাকে ? নাকি আমাকে? সেটা নাহয় অমিমাংসিত রহস্য হয়েই থাকুক।