1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

ভ্রাম‌্যমান আদালত দেখে দৌড় দিল ডাক্তার

খুলনা প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২২৬ বার পঠিত

খুলনার কয়রা উপজেলা সদরের কথিত দন্ত চিকিৎসকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোস্তফা কামাল নামের ভুয়া চিকিৎসক দৌড়ে পালিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তার চেম্বারটি সিলগালা করে দেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এর আগে একবার কথিত ওই দন্ত চিকিৎসক মোস্তফা কামালকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। তবে সুযোগ বুঝে তিনি আবার চেম্বার খুলে বসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস জানান, তিনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও দীর্ঘদিন কয়রা উপজেলা সদরে ‘সাগর ডেন্টাল ক্লিনিক’ নামে চেম্বার খুলে প্রতারণা করে আসছিলেন। প্রতিনিয়তই সেখানে সাধারণ মানুষ চিকিৎসার নামে অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই তার চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com