সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহন করেন সদ্য জয়ী হওয়া আওয়ামী লীগের দুই এমপি। বিজয়ীরা হলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে সাহাদারা মান্নান ও যশোর-৬ (কেশবপুর) এর শাহিন চাকলাদার।
আজ বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বগুড়া আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য এমপি আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং যশোর ৬ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মারা গেলে আসন দুটি শূন্য হয়। চলতি মাসের ১৪ জুলাই দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া-১ আসনে আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান ও যশোর আসনে শাহীন চাকলাদার বিজয় লাভ করেন।