সৌদিতে আইসোলেশনের মাধ্যমে শুরু করা হয়েছে হজের কার্যক্রম। হাজিদের জন্য কাবা শরিফের নিচের গিলাফ উঁচু করে উপরের দিকে উঠিয়ে রাখা হয়েছে। খবর আল-আরাবিয়া ডটনেট।
প্রতি বছর হজের দিন পবিত্র কাবা শরিফের কিসওয়া বা গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো হতো। এবার হজের প্রস্তুতির শুরুতেই কাবা শরিফের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার নিশ্চিত করতে কিসওয়া বা গিলাফের নিচের অংশ উঠিয়ে ফেলা হয়েছেতাওয়াফের সময় হাজিরা কিসওয়া বা গিলাফ স্পর্শ করে। অনেক সময় হাজিদের অতিরিক্ত স্পর্শ কাবা শরিফের গিলাফ ছিড়ে যায়। তাই নিরাপত্তার স্বার্থে কাবা শরিফের গিলাফ নিচের দিক থেকে উপরে উঠিয়ে রাখা হয়েছে।
এ বছর হজের সময় কাবা শরিফের চারদিকে নিরাপত্তা ব্যারিকেড থাকবে। হজের সময় কাবা শরিফ স্পর্শ না করেই হজ আদায় করতে হবে হাজেদের। নামাজের সময় তো বটেই, কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে।
১৯ জুলাই হজে অংশগ্রহণকারীদের ৭ দিনের আইসোলেশন শুরু হয়েছে। আগামী ২ আগস্ট পর্যন্ত হজের কার্যক্রম চলবে। এ সময়ের মিনা, মুজদালিফা ও আরাফায় বিনা অনুমতিতে প্রবেশে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে।