লিবিয়ায় ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় মানবপাচারের অভিযোগে পল্টন থানায় করা মামলায় আরো ৫ আসামিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এ আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এরআগে আপিল বিভাগ পল্টন থানার মামলায় গত ৭ ফেব্রুয়ারি ২ আসামির জামিন স্থগিত আরো ২ আসামির জামিন বাতিল করে আদেশ দেন।
গতবছর ২৮ মে মানবপাচারকারীদের হাতে লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনার পর মানবপাচারকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা হয়েছে।
এরমধ্যে গতবছর ৯ জুন মাদারীপুরের রাজৈর থানায় করা মামলায় পরদিন তিন ভাই নূর হোসেন শেখ, ইমাম হোসেন শেখ ও আকবর হোসেন শেখ এবং তাদের সহযোগী বুলু বেগম ও রাশিদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
হাইকোর্ট গতবছর ১৩ ডিসেম্বর তাদের জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতির আদালত জামিন স্থগিত করেন। এর ধারাবাহিকতায় বিষয়টির ওপর গতকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্টের জামিন স্থগিতের আদেশ বহাল রাখা হয়।
নাগরিক খবর