বান্দরবানের লামার চাম্পাতলী এলাকায় কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ঘর থেকে তার স্ত্রী-সন্তানসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাত সাড়ে ৯ টার দিকে লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলী গ্রামের বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার মেয়ে রাফি (১৩) ও ১০ মাস বয়সী নূরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে নুর মোহাম্মদের ঘরের সবদিক বন্ধ থাকায় স্থানীয়দের কৌতূহল হয়। পরে কয়েকজন গিয়ে পেছনের জানালা দিয়ে ঘরের ভিতর উঁকি দিয়ে দুই ঘরে তিনজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি লামা থানা পুলিশকে জানানো হলে সন্ধ্যা ৭টায় পুলিশ এসে ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং ঘরটি ঘিরে রেখে তদন্ত কার্যক্রম শুরু করে।
লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকায় কমিশনার বশির আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ এসেছে তারা মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply