1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

রোগী‌কে চি‌কিৎসা দি‌য়ে সুস্থ করাই ঈ‌দের আনন্দ

নাগ‌রিক কতজব
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ১১৩৮ বার পঠিত

ঈদ আনন্দের আঁচ নেই রাজধানীর হাসপাতালগুলোতে। সংক্রমণের হার কমলেও মহামারি দূর না হওয়ায় বসে থাকার ফুরসত নেই কারোই। তাইতো নতুন পোশাক নয়, মাস্ক, পিপিই পরে করোনাযুদ্ধে চিকিৎসক, নার্স। এদিকে সংক্রমণের লাগাম টানতে ঈদে ফিরতি যাত্রা নিয়ন্ত্রণে বিকল্প ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ভেতরে এক মা করোনার সঙ্গে যুদ্ধ করছে তার অনাগত সন্তানকে গর্ভে নিয়ে। বাইরে আরেক মায়ের আর্তনাদ। মেয়ের চিকিৎসার বিষয়ে মা বলেন, আল্লাহর কাছে এটাই চাই। আমার মেয়েকে সুস্থ করে দিন।
করোনা গ্রাস করেছে দুনিয়া। তাইতো ঈদটাও অন্যরকম। তবে এখানে সেই ঈদেরও ছিটেফোঁটাও আসেনি। হাসপাতালের বিছানায় একেকজন লড়ছে অদৃশ্য এই ভাইরাসের সঙ্গে আর বাইরে প্রতিটি ক্ষণ শঙ্কার।
ঈদের দিনে সবাই যখন তৈরি হচ্ছে নতুন কাপড় নিয়ে ঠিক তখনই আমাদের স্বাস্থ্যকর্মীরা মাস্ক আর পিপিই পরে তৈরি হচ্ছে যুদ্ধে নামতে। এবারের ঈদটা না হয় তোলাই থাকল। পৃথিবী স্বাভাবিক হলে এই আনন্দটা পুষিয়ে নেয়া যাবে।
একজন চিকিৎসক জানান, রোগীকে ভালো করতে পারলেই এটাই আমাদের আনন্দ। সে সময়ে অনেক স্বস্তি পাই।
এদিকে ঈদের সকালে কোভিড হাসপাতালের চিকিৎসক, নার্স আর স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উত্তরের মেয়র। পরের স্বাস্থ্যবিধি না মানলে কঠোরে হওয়ার হুঁশিয়ারি দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের আগে আমরা কঠোর হয়নি। সরকার যখন লকডাউন দেবে তখন আমরা কঠোর হব।
ঢাকা মেডিকেল কলেজে পরিদর্শন করে স্বাস্থ্যের মহাপরিচালক জানান, ঈদের ফিরতি যাত্রায় নিয়ন্ত্রণ রাখার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি খুরশীদ আলম। তিনি বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ করেছি যারা গ্রামে গেছে। তাদের ফেরাটা যদি বিলম্ব করা যায় তাহ‌লে ভাল হ‌বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com