পাহাড়ের ক্ষেত্রেও আমি… ২ ঘণ্টা ড্রাইভ করে গেলাম সীতাকুণ্ড
গাড়ি থেকে নেমে পাহাড় দেখে বললাম ‘দেখা শেষ চলো এবার যাই’
পাহাড়ে উঠতে হলো সবার চাপে
একটাই শান্তনা নিয়ে উঠেছি যে নামার সময় কষ্ট কম হবে
নামার সময় কষ্ট কম হয়নি, বরং আরও বেশী হয়েছে
আমার ভারী শরীর জোরে নিচে নামতে চায়, ব্যাল্যান্স করে করে নামতে হয়েছে
আসলেই পাহাড় আমাকে টানে না,
বাংলাদেশ বৃষ্টি আমাকে প্রচণ্ড টানে
ফয়েজ নামের আমার এক বন্ধু গত ১৫ বছর ধরে আবুধাবিতে থাকে।
যতটুকু মনে আছে আমার সে ২০১২ সালে একবার ঢাকায় নেমেই আমাকে বলল, “বৃষ্টি না দেখে ফিরতাম না দোস্ত”
‘এই সময়টা শীতকালে ছিল বৃষ্টি কোথায় পাই?’
“আমাকে আমার বন্ধু ফয়েজ বলে এটা তোর ডিপার্টমেন্ট, আমার না… যেমনে পারস ব্যবস্থা কর”
তখন বন্ধু ফয়েজ কে বলি -এফডিসি যাবি? ওখানে বৃষ্টিতে ভেজার ঝর্ণা আছে… চল কিছুক্ষণ ভিজে আসি’
“না… একদম প্রাকৃতিক বৃষ্টিতে ভিজব, মেঘ ডাকবে, বিদ্যুৎ চমকাবে… আমি চমকে উঠব”
‘তোর এই চমকে উঠা বৃষ্টি এই মাঘ মাসে কেমনে পসিবল? তুই আর ২ মাস পরে আসতি দেশে’
সে ঢাকায় আমার বাসায় ১৫ দিন থেকে মন খারাপ করে এয়ারপোর্ট ফিরে যাচ্ছিল আমার গাড়ীতে সাথে আমিও ছিলাম… ১৫টা দিন সে পাগলের মতো বৃষ্টি কে খুজেছে
আল্লাহ কি অপূর্ব ইচ্ছা সেই দিন দেখলাম এয়ারপোর্টে ঢোকার আগে মেঘ ডেকে উঠল
সে সুটকেস রেখে নেমে পড়ল রাস্তায়
পাগলের মতো সে আকাশের দিকে তাকিয়ে রইলো
আকাশ কাঁদছে আর সে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে
সেই দিন থেকে পাহাড় আমাকে আর একটুও টানে না,
বৃষ্টিই আমাকে টানে, পাগলের মতো টানে
ইংল্যান্ডে,জাপান,ইটালি,মালোশিয়া,সিঙ্গাপুর,থাইল্যন্ড,চায়না,দুবাই,নেপাল,ভুটান,আরো অনেক দেশের বৃষ্টি আমি দেখেছি কিন্তু বৃষ্টি দেখে গা জ্বলতে শুরু করেছিল কেন তার উওর আমি আজো পাইনি ??
সাদা চামড়ার বন্ধুদের বলেছি, ‘এই সব ন্যাকামি টাইপ বৃষ্টি না দেখে রিয়েল বৃষ্টি দেখতে হলে আমার দেশে আয়’
একবার মনে আছে চায়না ও ইটালি থেকে ৪ জনের একটা দল আসছিল আমার লিফ্ট এর ব্যবসার কাজে তখন আমার মনে আছে কালবৈশাখীর সময় চলছিল… তখন তাদের নিয়ে আশুলিয়াতে ঘুরতে গিয়েছিলাম আর তখন হঠাৎ কালবৈশাখীর হাওয়া বইতে শুরু করল তখন হঠাৎ ২ জন তো সাথে সাথে গুগুল করে ইটালি হাইকমিশনের নম্বর বের করে ফোন করে বলেছে ‘এক পাগল বন্ধুর পাল্লায় পড়ে আমরা ভুলে টর্নেডোর মাঝে এসে গেছি, আমাদের এসে উদ্ধার করো কুইক’
আশুলিয়ার রাস্তায় তারা বাতাসে উল্টে যাওয়া ছাতা কিভাবে সোজা করা যায় তা নিয়ে প্যানিক করছে… আর আমি দুই হাত তুলে মুখ হা করে বৃষ্টির দিকে তাকিয়ে ছিলাম।
মনে আছে সকালে মেঘ ডাকছে দেখে একবার বৃষ্টি দেখতে অফিসের জরুরি কাজ ফেলে রাজেন্দ্রপুর শালবনে গিয়েছিলাম।
বিকাল পর্যন্ত অপেক্ষা করেছি বৃষ্টির জন্য।
ছোটবেলায় কতবার ভেবেছি পারফিউমের বোতলে ঢুকিয়ে রাখব বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ।
বাসায় পড়ে থাকা খালি পারফিউমের বোতলের মুক্ষা খোলার চেষ্টাও করেছি কয়েকবার… খুলতে পারিনি দেখে এই বিজনেস আইডিয়াটা মার খেয়ে গেছে আমার।
তা না হয়ে পাহাড় হলে সেটা বোতলে ঢুকানোর জন্য সেই ছেলেমানুষিটাই বা কি করে আসত?
আমায় টানে শুধু বৃষ্টিই নয়।আরো টানে সমুদ্র,সবুজ গাছ পালা,অরন্য,ফুল,পাখি,মানুষের মমতা,আমায় টানে।®️