1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

বিস‌র্গের ডায়‌রি —– রুবা‌য়েত হো‌সেন

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪৩২ বার পঠিত

অনিয়মিত ভাবে ভালোবেসে ছিলাম তোমায় আর নিয়মিত ভাবে জড়িয়েছো দ্বিধার আঁচলে। গল্প বুনুনের বছর পার হল। সুইয়ের ফোঁড়ে কখনো একেছ পাখি কখনো কাটা। সবই স্পর্শ করেছে পিটুইটারিতে । আলাদা থেকে ভালো থাকার চেষ্টা ছিল, একই শহরে থেকেও আলাদা দেয়ালে ক্যানভাস। মাঝে মাঝে তোমার ফেলে যাওয়া গল্প আঁকি আমার দেয়ালে !

বার বার আঁকি ফিরে যাওয়ার গল্প, আঁকতে ভুলে গেছি টোল পরা হাসি, আঙ্গুলের সন্ধিতে রেল লাইন ধরে অনিয়ন্ত্রিত হাটাহাটি, কিংবা কাছাকাছি থাকার কবিতা। এখন আমাদের আলাদা স্বরবৃত্তে অনুমেয় বাস।  সচেতন ভাবে বন্ধ করেছি তোমার মুখি সব কটা জানালা। এখন আর রাতে ঘুম হয় না, ঘুমোতে ফুল পোড়া গন্ধ লাগে। কোন কিছুর জন্য এখন আর অপেক্ষা নেই।

মাঝে সাঝে মনে হয় ঠি ক আছে, মাঝে মাঝে খারাপ লাগে। এক সাথে আর থাকা হলো না। তাতে কি ? ভাল থেকো মেঘ, কখনো মন খারাপের রং যেন ধূসর না হয়। টোলটা বেঁচে থাকুক , চোখ জুড়ে মায়া থাকুক, ভালোবাসতে শিখে যাবে একদিন ঠিকই। ”রবীন্দ্রনাথ ঠাকুর”এর মত বলতে ইচ্ছা করছে – আমি না হয় তথইবচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com