1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

আসন্ন ঈদকে সামনে রেখে বন্দরে শতাধিক স্পটে মাদক ব্যবসা

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৮৯ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বন্দরে প্রায় শতাধিক মাদক স্পটে আবারও মাদক ব্যবসায় জমে উঠেছে।      স্থানীয়দের অভিযোগ, বন্দর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান শিথিল থাকায় বন্দর থানার আলীনগর, মদনগঞ্জ, ফরাজিকান্দা, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর, বেপারী পাড়া, সোনাকান্দা পানির ট্যাংকি, এনায়েত নগর, চৌধূরী পাড়া, রুপলাী আবাসিকা, সালেহনগর, শাহী মসজিদ, রাজবাড়ী, বাবুপাড়া, বাড়ীপাড়া, বন্দর র্কোটপাড়া, লের্জারাস, চিতাশাল, স্বল্পের চক, ইস্পাহানী, একরামপুর, কদম রসুল কলেজ মাঠ, সুইপার কলোনী, নবীগঞ্জ কবিলার মোড়, নূরবাগ, রসুলবাগ, মাইপরশ পাড়া, দাশের গাও, কুশিয়ার, কাইতাখালি, বক্তারকান্দী, দেউলী, আমিরাবাদ, চৌরাপাড়া, লক্ষন খোলা, ধামগড়, নয়ামাটি, ভাংতি, মদনপুর, চাঁনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্ধ, বিবিজোড়াসহ তার আশে পাশের এলাকা গুলোতে আশংকা জনক ভাবে মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে।

আসন্ন ঈদকে সামনে রেখে উল্ল্যেখিত এলাকায় হাত বাড়ালেই সহজে পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, বিয়ারসহ নানা রকম মাদক। উক্ত মাদক স্পটগুলোতে চিহিৃত মাদক ব্যবসায়ীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে উক্ত মাদক দ্রব্য বিক্রি করে আসচ্ছে।এ কারনে উল্লেখিত এলাকায় আইন শৃঙ্খলা মারাত্নক ভাবে অবনতি ঘটচ্ছে। সে সাথে প্রতিটি এলাকায় চুরি ছিনতাইসহ বহু অপরাধ মূলক কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহার সাথে আলাপ কালে তিনি জানায়, মাদক ব্যবসায়ীরা জাতির শত্রু।তাদের সাথে কোন আপস নেই। মাদক ব্যবসায়ীদের দেখা মাত্র তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com