রাজধানীর রামপুরা এলাকা থেকে অভিনব কায়দায় লুকিয়ে মাদক পাচারের সময় একটি পিকাপ ভ্যান ৫৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের একজ মিলন বখতিয়ার ওরফে চুন্নু বখতিয়ার (২২)। অন্যজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করেনি পুলিশ। রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়াহিদুল ইসলাম।
পিকআপ ভ্যানের ব্যাটারির লাইন থেকে আলাদা একটি বৈদ্যুতিক তারের মাধ্যমে চালকের সিটের পাশে অন্য আরেকটি বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগ দেয়া মাত্রই স্বয়ংক্রিয় হাইড্রোলিক যন্ত্রের সাহায্যে খুলে যেত পিকআপ ভ্যানের পাটাতন। পাটাতন খুলে নিচে রাখা হতো অবৈধ বিভিন্ন মাদকদ্রব্য। মাদক পরিবহনের জন্য গাড়ির ভেতরে গোপন চেম্বারটি ব্যবহার করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে জব্দকৃত গাঁজা সংগ্রহ করে রাজধানী হয়ে ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে।