নিরাপত্তা ইস্যুতে দেশের কয়েকটি এলাকায় থানায় বসানো হয়েছে ভারী অস্ত্র। যে কোনো নাশকতা ও হুমকি মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী। সম্প্রতি সারা দেশে হেফাজতে ইসলাম ও উগ্রপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর নাশকতার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিরাপত্তা ইস্যুতে ভারী অস্ত্রসহ সিলেটের ১৭টি থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ তদন্ত কেন্দ্রে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি পুলিশ স্থাপনায় বাঙ্কার তৈরি করে বসানো হয়েছে অত্যাধুনিক লং মেশিনগান-এলএমজি পোস্ট।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে সিলেট মহানগর পুলিশের সব থানা, ফাঁড়ি ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
এদিকে, নারায়ণগঞ্জে থানা, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। থানাসহ অন্যান্য কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে তল্লাশি করা হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যাও।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে থানায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।
এ জাতীয় আরো খবর..