কুমিল্লা হোমনা উপজেলার সাধারন মানুষের জন্য মুর্তিমান আতংক ছিল মাহবুব কাঞ্চন। মাহবুব ১০/১২ জন যুবকদের নিয়ে গড়ে তোলে তার নিজস্ব গ্যাং বাহিনী। এ বাহিনীর সদস্যদের দিয়ে জবর দখল, চাঁদাবাজি, নীরিহ মানুষকে নারী দিয়ে ব্ল্যাকমেইলিং ও মাদক ব্যবসা নিয়ন্ত্রন করে।ভূক্তভোগী সাধারন মানুষ ভয়ে তার বিরুদ্ধে অভিযোগ ও কথা বলার সাহস পেত না। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ প্রায় ১০/১২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশের নজরধারীতে দীর্ঘদিন থাকার পর গত মঙ্গলবার ভোরে কুমিল্লা ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে একটি পাইপগান,তিন রাউন্ড কার্তুজ ও আড়াই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। মাহবুব কাঞ্চন গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলার মানুষের মনে স্বস্তি ফিরে আসে। মাহবুব কাঞ্চন গ্রেফতারের মধ্য দিয়ে হোমনায় উপজেলায় শান্তি ফিরে পেল। সমাপ্ত হল মাহবুব কাঞ্চনের রাজত্ব।