জীবন তুচ্ছ- টাকাই মুখ্য
জীবন তুচ্ছ টাকাই মুখ্য বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে অনুভব করছি !
অথচ আমাদের জীবনটা অনেক ছোট!
জীবনটা এতই ছোট যেখানে একটি জীবনকেও
চিনতে জনম লেগে যায় !
কখন যে জীবনের তৈল ফুরিয়ে যায়,
সেটা জানার সুযোগ হয়না কারোও।
গাড়ীর তৈল ফুরিয়ে গেলেও তৈল কিনে গাড়ী চালানো যায়!
কিন্তু জীবন একটি তেলহীন বায়ু
সমেত আয়ুর সাথে সমঝোতা করে পথ চলে !
আমি কেন পারিনা
সময় ও বাস্তবতার সাথে সমঝোতা করে পথ চলতে।
আমারও ইচ্ছা হয়
সমাঝোতার পথকে আলিঙ্গন করতে !