রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতদের নাম-মোঃ আলী হোসেন (৩০) ও মোঃ নুরুল আইয়ুব চৌধুরী (৩৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২ এপ্রিল) ১২.৪৫ টায় দারুস সালাম রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।