পকেটে বোমা আছে দাবি করে আতঙ্ক ছড়িয়ে ব্যাংক ডাকাতির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামে ইপিজেড থানাধীন নেভাল একাডেমি এলাকায় একটি বেসরকারি ব্যাংকে এ ঘটনা ঘটে। ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজিদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। আটক যুবকের নাম তারেকুল ইসলাম। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তারেকুল কাতারে ছিলেন। বছর খানেক আগে দেশে আসে। এক বছর ধরে সে বেকার।
পুলিশ পরিদর্শক সাজিদ জানান, বিকেল পাঁচটার দিকে ব্যাংকে ঢুকে তারেকুল তার পকেটে বোমা আছে দাবি করে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করার চেষ্টা করে। পরে বোমার ভয় দেখিয়ে সে টাকা দাবি করে। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিয়নের সদস্যরা ওই যুবকের দেহ তল্লাশি করে দেখেন এটি বোমা নয়, বাস্তবে এটি ছিল বডি স্প্রে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।