দেশে হঠাৎ করেই করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের করোনা উপসর্গ থাকলে ব্যক্তিগত খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার।মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি এসে পৌঁছেছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও পুলিশের হাতে।
আগে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা করোনা উপসর্গ নিয়ে দেশে ফিরলে সরকারি অর্থায়নে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার সুযোগ পেলেও এবার ব্যক্তিগত খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। সরকারি তত্বাবধানে কোয়ারেন্টিন চালুর দাবি জানিয়েছেন পাসপোর্ট যাত্রীরা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সরকারের নতুন নির্দেশনা ৩১ মার্চ সকাল থেকে কার্যকর হবে। তিনি বলেন মঙ্গলবার ভারত থেকে ৫৩৬ জন যাত্রী দেশে ফিরেছে। এদের সবাই করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে আসে। তারপরও কোন যাত্রীর মধ্যে করোনা উপসর্গ থাকলে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।