রাজধানীর মিরপুর থানা এলাকা হতে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম- সুলতান আহম্মেদ (৫৯)।
গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল নাগরিক খবরকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর সিভিল পদে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাৎ ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের নাম, পদবী ও স্বাক্ষর জালিয়াতি করে চাকরির ভূয়া নিয়োগপত্র দেয়ার অভিযোগে দারুস সালাম থানায় একটি মামলা করেন একজন ভিকটিম। মামলা তদন্তকালে ২৯ মার্চ, ২০২১ (সোমবার) রাত ১০.১৫ টায় মিরপুর থানার মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা ডেমরা জোনাল টিম।