করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৮৬৯ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৭৪ জন। এনিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।
এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন। শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।