রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ মিঠু চৌধুরী (৩৯)। এসময় তার হেফাজত থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলি উদ্ধারমূলে জব্দ করা হয়।
শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম নাগরিক খবরকে বলেন, গতকাল ২৪ মার্চ, ২০২১ (বুধবার) দুপুর ১২.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানার শহীদ নগরস্থ জুরাইনের কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।