রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আহমেদ ভাষা-ই-মুক্তি অনিমা নামের ১১ বছর বয়সী এক মেয়ে হারিয়ে গেছে। তার স্বজনরা তাকে খুঁজছেন।
হারিয়ে যাওয়া শিশুর পিতার নাম- মৃত আহমেদ নিজাম মন্টু, মাতা- সাঈদা সুলতানা, সাং-বড়পুল সজ্জনকান্দা, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী। তার গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, পরনে ছিল গাঢ় বেগুনী রঙের কামিজ, নীল পায়জামা ও হলুদ ওড়না।
গত ২৩/০৩/২০২০ তারিখ সকাল অনুমান ১১.১৫ ঘটিকার সময় কাউকে কিছু না বলে তার বড় ভাইয়ের বাসা নং-৩২৩, খাঁন ভিলা, জাফরাবাদ,পুলপাড়, থানা-হাজারীবাগ থেকে চলে যায়। সে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তাকে খুঁজে না পাওয়ায় হাজারীবাগ থানায় তার বড় ভাই শরৎ স্বাধীন (৩৪) জিডি করেন। জিডি নং-১২১৪, তারিখ-২৩/০৩/২০২১ খ্রি:।
কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ শিশু অনিমার সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ হাজারীবাগ থানা (০১৩২০-০৩৯৬০৪) অথবা অনিমার বড় ভাই (০১৭৪৩৬৮৭৪৬৮) সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
Leave a Reply