রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিলসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো – মোঃ রমজান আলী , মোঃ রবিন আলী), মোঃ কামাল হোসেন, মোঃ রানা ওরফে হেমাল হোসেন ও মোঃ নাদিম উদ্দিন । গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৫ কেজি গাঁজা, ৯০ বোতল ফেন্সিডিল ও মাদক বহনে একটি প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়।
ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ জানান, শনিবার (২০ মার্চ,২০২১) ৫.৪৫ টায় শাহবাগ থানার এশিয়াটিক সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে।