1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি আসাদুল সিকদার এর নেতৃত্বে আই.এইচ.টি কলেজ ছাত্রদলের মহাখালীতে মশাল মিছিল। এপ্রিল ২১, ২০২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। সোমবার, এপ্রিল ২১, ২০২৫ শহীদ জাহিদুল ইসলাম পারভেজের হ/ত্যা/র প্রতিবাদে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বি/ক্ষো/ভ মি/ছি/ল। বনানী থেকে ২১ এপ্রিল ২০২৫, সোমবার আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় নারায়ণগঞ্জে আটক ছাত্রদল নেতা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র নবাব পারভেজ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল। ব্রিফিং | বিএনপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) লিয়াজোঁ কমিটির বৈঠক | ১৯ এপ্রিল ২০২৫, শনিবার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা; এক ডাবলুতেই আতঙ্ক পদত্যাগ করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ভূঁইয়া একাত্তরের রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে: শারমীন এস মুরশিদ যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। -অধ্যাপক আলী রীয়াজ, ঐকমত্য কমিশনের সহসভাপতি।

কু‌মিল্লা দাউদকা‌ন্দ‌ি‌তে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৭৭৩ বার পঠিত

কু‌মিল্লা দাউদকান্দির সিংগুলা গ্রা‌মে রা‌কিব মিয়ার চারতলা বি‌ল্ডিং এর তালা ভে‌ঙ্গে দুদুর্ষ ডাকা‌তির ঘটনার রহস‌্য উৎঘাটন ক‌রে দাউদকা‌ন্দি ম‌ডেল থোনা পু‌লিশ। ডাকা‌তি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স‌হিদার রহমান ঘটনায় জ‌ড়িত ৫ ডাকাত‌তে গ্রেফতার ক‌রেন।

পু‌লিশ সুত্র জানায়, চল‌তি বছ‌রের ৬ ফেব্রুয়ার‌ি রাত অনুমান ৩টা ২০ ঘটিকা হইতে রাত সা‌ডে চার ঘটিকা পর্যন্ত সিংগুলা গ্রামস্থ রাকিব ভূইয়ার বাড়িতে চারতলা ভবনের নিচতলা বিল্ডিং এর মেইন গেইটের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ও নিচতলা দুইটি ফ্লাটের দরজা ভেঙ্গে ১০/১২ জন অজ্ঞাতনামা ডাকাত মুখোশ পরিয়া ধারালো অস্ত্রসহ ফ্লাটের লোকজনদের হাত পারে বাধিয়া প্রায় ১৮ ভরি সোনা, ০৩ টি মোবাইল সেট ও নগদ ২,১৫,০০০/- টাকা লুন্ঠন করিয়া নিয়া যায়। এ সংক্রান্তে দাউদকান্দি মডেল থানার মামলা নং-১১ তারিখ-০৬/০২/২১ ইং, ধারা-৩৯৫/৩৯৭ দঃবিঃ রুজু করা হয়।cc

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সহিদার রহমান দাউদকা‌ন্দি থানার অফিসার ইনচার্জ, মোঃ নজরুল ইসলামের স‌ঠিক দিক নি‌র্দেশনায় ডাকা‌তি মামলার রহস্য উদঘাটনের জন্য তদ‌ন্তে নে‌মে এসআই সহিদার রহমান সঙ্গীয় এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই বিপুল চন্দ্র রায়, এএসআই মোঃ আনোয়ার হোসেন ও কনস্টেবল তানভীর’কে নিয়ে একটি টীম গঠন করে দীর্ঘ সময় নি‌য়ে দিনরাত‌ে বি‌ভিন্ন স্থা‌নে অভিযান চা‌লি‌য়ে জ‌ড়িত ৫ জন সংঘবদ্ধ ডাকাতদের গ্রেফতার করে। ডাকাত ইব্রাহীম খলিল@তালাশী’কে ইলিয়টগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করিয়া দফায় দফায় জিজ্ঞাসাবাদ সহ জেরা করিলে বিভিন্ন কৌশলে ঘটনার সময় ঘটনা কিভাবে, তাহার সহিত কাহারা ছিল, ডাকাতি কাজে কোন গাড়ি ব্যবহার করিয়াছে তাহা সমুদয় স্বীকার করে। ডাকা‌তির সময় ব‌্যবহৃত এক‌টি পিকআপ গাড়ী জব্দ করা হয়। ধৃত ডাকা‌তেরা আদাল‌তে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেন এবং ঘটনায় সে সহ জড়িত ০৬ জন ডাকাতের নাম ঠিকানা প্রকাশ করে।

গ্রেফতার ডাকাত র‌বিউল হাসান@ রানা, পিতা-মৃত আবু তাহের, সাং-সিঙ্গুলা,থানা-দাউদকান্দি, জেলা – কুমিল্লা’কে গৌরিপুর হইতে গ্রেফতার করিয়া দফায় দফায় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায়, তাহার শশুড় বাড়রে ঘরে লুন্ঠিত মালামাল রহিয়াছে। রানার শশুড় বাড়িতে তল্লাশী করিয়া আসামীর দেখানো ও বাহির করিয়া দেওয়ার পর বাদীসহ উপস্থিত সাক্ষী দের মোকাবেলায় ০১টি কাটার, ০২টি স্বর্নের কানের দুল, ০১টি সোনার আংটি’সহ নগদ ২৩,২৪৫/-(তেইশ হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা) উদ্ধার পুর্বক গতকাল শ‌নিবার রানা ডাকাতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com