“একটি গ্রাম একটি দেশ মাদক মুক্ত বাংলাদেশ” পুলিশ সুপার কুমিল্লার এ স্লোগানকে মাথায় রেখে কুমিল্লা লাকসাম সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপারের এর নের্তৃত্বে লাকসাম থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(তদন্ত. এসআই মোঃ সাহিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে শিমুল সাহা(২৭), উৎপল গোস্বামী(২৫), সবুজ দেবনাথ(২৫), মোঃ রাসেল(২৯) চারজনকে আটক করে তাদের হেফাজত থেকে ৩৭ বোতল বিদেশী মদ, ১৭ বোতল বিয়ার, এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল আটক করা হয়।
পৃথক আরোও একটি অভিযানে আসামি মোঃ সাজ্জাদ(২২),মোঃ রিয়াজ(২৮)সহ দুজনকে ৪৫ পিচ ইয়াবা ও ১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। ধৃত আসামিওদর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।