গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬৩৫ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকাসহ সারাদেশে ৬ জনের মৃত্যু হয়েছে। চারজন পুরুষ ও দুইজন নারী। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেশে মহামারি করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৪১ জন।
শুক্রবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ৬ ব্যক্তির বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ২০ বছরের একজন, ৫০ বছরের একজন এবং ৬০ বয়সের উপরে ৪ জন। মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম ২ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা যায়।
Leave a Reply