কুমিল্লা দেবীদ্বার উপজেলায় এক কৃষকের স্ত্রী ও তিন সন্তানের জননী আত্মহত্যা করার অভিযোগ ওঠেছে। নিহত গৃহবধু দেবীদ্বার পৌরসভার বড় আলমপুর গ্রামের কৃষক শাহলমের স্ত্রী বলে জানা যায়।
স্থানীয় সুত্র জানায় মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় নিহতের স্বামী শাহালম শোর:চিৎকার করলে বাড়ীর লোকজন জানতে পারে তার স্ত্রী ৩ সন্তানের জননী হোসনে আরা বেগম (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ ও কথা কাটাকাটিহেওয়ার বিষয় জানায় এলাকাবাসী।স্ত্রীর ঝুলন্ত লাশ নামিয়ে আনে স্বামী ও ননদ ।
নিহতের স্বামী মোঃ শাহ আলম (৫৫) জানান, সকালে জমিতে কৃষিকাজ শেষে, কৃষি কাজের সামগ্রী লাকড়ির গোলাঘরে রাখতে যেয়ে দেখেন ঘরের তীরে স্ত্রীর ঝুলন্ত লাশ ।এ সময় স্বামীর চিৎকার করতে থাকল বোন হোসনেয়ারা(৪৪) সহযোগীতায় স্ত্রীর মরদেহ নিচে নামিয়ে আনার কথা জানায় নিহতের স্বামী। এ দিকে সংবাদ পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাকালে প্রেরন করে থানা পুলিশ।
গৃহবধুর আত্মহত্যার বিষয়ে কোন কিছু জানা যায়নি। নিহতের ১ মেয়ে ২ ছেলে সন্তান রয়েছে। এ বিষয়ে দেবীদ্বার থানার এসআই আলমগীর হোসেন জানায় লাশের ময়নাতদন্তের পরই আত্মহত্যা নাকি হত্যা জানা যাবে বলে জানান।