আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল ইরানের পারমাণবিক শক্তি সংস্থা নিয়ে যেসব ভিত্তিহীন দাবি তুলেছে সেসবকে তেহরান মোটেও পাত্তা দেয় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএর ত্রৈমাসিক বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের আলোকে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গরিবাবাদি বলেন, ইরান এখন পর্যন্ত আইএইএকে সর্বোচ্চ সহযোগিতা করেছে।ইরানের এ সিনিয়র কূটনীতিক বলেন, আমেরিকা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে যত ক্ষতি করেছে তার সব দায় ওয়াশিংটনকে বহন করতে হবে।