কুমিল্লায় পৃথক দুটি অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
র্যাব সুত্র জানায়, সংবাদের ভিত্তিতে ১৫ মে রাত দেড়টায় চৌদ্দগ্রামের জামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে চৌদ্দগ্রামের কড়ইবন গ্রামের মোঃ ইউনুস মিয়ার ছেলে মোঃ শাহ জালাল (২২)।
পৃথক আরেকটি অভিযানে ১৬ মে সকালে কুমিল্লার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। সে বারপাড়া এলাকার মৃত. অহিদ মিয়ার ছেলে মোঃ শহীদউল্লাহ (৪৮)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে মোঃ শাহ জালাল (২২) এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় এবং মোঃ শহীদউল্লাহ (৪৮) এর রিরুদ্ধে একই জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।