টাঙ্গাইলের দেলদুয়ারে বসতঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মুশফিক (৫) ও মাশরাফি (২)।
দেউলী ইউনিয়নের চেয়ারম্যান তাহমিনা হক জানান, সন্ধ্যার দিকে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে মায়ের ঝুলন্ত ও দুই সন্তানের লাশ বিছানায় পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে, ঘটনার পর থেকে নিহত মনিরার স্বামী পলাতক রয়েছেন। শাহেদ দেউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুর ছেলে।
দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন বলেন, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী পালিয়ে গেছেন। তাকে খুঁজে পেলে এবং লাশের ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।