বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদকদ্রব্য ত্রিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গতরাতে রাব্বি নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশ।
আজ (৫ মে) শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রাব্বি (২০) আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
এবিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, আসামি রাব্বি বৃহস্পতি বার রাতে উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের একটি চাতালের সামনে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার শরীর তল্লাশি করে ৩০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গতরাতে মাদকসহ গ্রেপ্তারকৃত আসামি রাব্বির বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শুক্রবার সকালে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।