চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মান্ধ দুই শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করলেন কুমিল্লা জেলা প্রশাসন।
সমাজবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্স পড়ুয়া কুমিল্লার ২ জন জন্মান্ধ শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম অবস্থায় পড়েছিল। অন্ধত্বের কারণে তারা টিউশনি করেও উপার্জন করতে সক্ষম নয়। উপায়ান্তর না দেখে তারা জেলা প্রশাসকের নিকট পড়ালেখা সম্পন্ন করার জন্য আর্থিক সাহায্যের আবেদন করে।
উক্ত আবেদনের প্রেক্ষিতে ৯ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া জন্মান্ধ ২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও নেজারত ডেপুটি কালেক্টর কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।