কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি-শৃঙ্গলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে শহীদ আব্দুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সহযোগিতায় উক্ত অনুষ্ঠান পালন করা হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সহ সভাপতি পাপড়ী বসু, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু জাফর খান, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দরা।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র্যালির শুভ উদ্ভোধন করা হয়েছে। ঈদগাহ মাঠ থেকে র্যালিটি বের হয়ে ফৌজদারী হয়ে পুলিশ লাইন এসে শেষ হয়।