কুমিল্লার চান্দিনায় র্যাবের পৃথক দুটি অভিযানে ৩২ কেজি গাঁজা ও ২ বোতল স্কার্প সিরাপসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ অক্টোবর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কাঠেরপুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। মাদারীপুর জেলার শিবচর থানার কাঁঠালবাড়ী
গ্রামের গণি শেখ এর ছেলে মোঃ বাবুল শেখ (৩০) এবং একই থানার কেরানী বাট গ্রামের কুদ্দুস মাদবর এর ছেলে সজিব মাদবর (২৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ অক্টোবর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা ও ০২ বোতল স্কাপ’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো বগুড়া জেলার শেরপুর থানার আশ্রম খাগা গ্রামের মৃত জগদীশ চন্দ্র শীল এর ছেলে শ্রী সুকুমার (৪৮) এবং ২। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পূর্বধনমুরী গ্রামের মোঃ ইব্রাহীম এর ছেলে মোঃ মাসুদ (২১)।