রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৬৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- বিল্লাল হোসেন, রাজু আহমেদ রাজু ও মোসাঃ সালমা আক্তার।
বুধবার (১২ অক্টোবর ২০২২) রাত ৮:১০টায় যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা হতে একটি সাদা প্রাইভেটকার যোগে গাঁজা ও ফেন্সিডিল নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকার মেহেদি হাসানের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত সাদা প্রাইভেটকারটি আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর সাথে সাথে সাদা প্রাইভেটকারটি রেখে পালানোর সময় বিল্লাল, রাজু ও সালমাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সাদা প্রাইভেটকারটি তল্লাশি করে ৬৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-৪৫-৯৬০৪ এবং চেসিস নং NKE 165-7134154.
তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।