কুমিল্লা সদর ও সদর দক্ষিণ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে র্যাব ১১ সিপিসি ২ এর সদস্যরা।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় বিশেষ অভিযান অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা বুড়িচং থানার ছয়গ্রাম গদানগর (মুড়িবাড়ী) গ্রামের মৃত জুলফু মিয়া এর ছেলে মোঃ মনির হোসেন (৪০)।
পৃথক অভিযানে একই দিন সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিল ও তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো চাঁদপুর জেলার সদর থানার পূর্ব হোসেনপুর গ্রামের মৃত খলিলুর রহমান খান এর ছেলে মোঃ শাহ আলম খান (৪২); একই গ্রামের লিয়াকত মাল এর ছেলে মোঃ মোর্শেদ আলম (৪০), পশ্চিম হোসেনপুর গ্রামের আলী গাজী এর ছেলে মোঃ মোমিন গাজী (৩৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানা ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।