কুমিল্লা ইপিজেডের দুই নারী শ্রমিক নিজেদের থাকার রুম পরিস্কার নিয়ে হালিমা ও মাহমুদা নামের দুজনের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তিতে মাহমুদা নামের নারী শ্রমিকের মৃত্যু হয়।
মাহমুদার পাশে রুমে থাকা এক নারী শ্রমিক জানায়,দুজনে এক রুমে থাকত, সকাল বেলা রুম পরিস্কার নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। মাহমুদা অজ্ঞান হয়ে পড়লে কয়েকজন মিলে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে মাহমুদাকে মৃত জানান। আজ সকাল ৮ টার সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আশ্রাফপুর ইপিজেড পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, হালিমা ও মাহমুদা নামের দুই নারী শ্রমিক ইপিজেড এ শ্রমিক হিসেবে কাজ করে আসছে। তারা দুজনে ইপিজেড ফাঁড়ি এলাকার ভাড়া করা বাসায় মেস হিসেবে ভাড়া থাকে। মঙ্গল সকালে রুম পরিস্তার করা নিয়ে ঝগড়া বাঁধে। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তির সময় মাহমুদা অজ্ঞান হয়ে পড়ে। অন্য রুমের নারী শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি জানায়।
নিহত মাহমুদা কুমিল্লা বাংগরা বাজার মেটাংগরের সেলিম মিয়ার মেয়ে। আটক রাহিমা বরুড়া শসিয়া এলাকার রাজ্জাক মিয়ার মেয়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নারী শ্রমিক রহিমাকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, উক্ত ঘটনায় রহিমা নামে একজনকে গ্রেফতার করা হয়।