ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
তাদের মধ্যে হাসানুজ্জামান মোল্যাকে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের এডিসি, মাসুক মিয়াকে অতিরিক্ত উপ-কমিশনার (ট্রেনিং), মো. মাসুদুর রহমান মনিরকে গুলশান বিভাগের গুলশান জোনের এডিসি।
মো. সাইফুর রহমান আজাদকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) এডিসি, নাজমুল হাসান ফিরোজকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) এডিসি, সৈয়দ মামুন মোস্তফাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার ২, মাহমুদুল হাসানকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) এডিসি, নাসিদ ফরহাদকে গুলশান বিভাগের পেট্রোল (ক্যান্টনমেন্ট)।
পীযূষ কুমার দে’কে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) এসি, বার্নাড এরিক বিশ্বাসকে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের এসি, মুহাম্মদ সালমান ফার্সীকে ডিএমপির ক্রাইম বিভাগের (লিগ্যাল এ্যাফেয়ার্স) এসি।
আসমা আক্তার সোনিয়াকে ডিএমপির ক্রাইম বিভাগের এসি, শান্তা ইয়াছমিনকে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের এসি (নিউমার্কেট জোন), আরিফুর রহমান রনিকে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড এ্যানালাইসিস বিভাগের এসি এবং মো. ওসমান গনিকে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগের এসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।