কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে ১৬ কেজি গাজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন বুড়িচং সংকুচাইল গ্রামের হারুন খানের ছেলে ওমর ফারুক হ্নদয় ও ব্রাহ্মনপাড়া উপজেলার নাইগর নোয়াপাড়া গ্রামের মুকতল হোসেনের ছেলে এরশাদ।
ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই তুষ্ট লাল বিশ্বাস, এস ইকতেখার হোসেনের নেতৃত্বে কুমিল্লা শাষনগাছা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সামনে থেকে সিএনজি করে মাদক পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় সিএনজি থেকে বস্তার ভিতরে থাকা ৮ টি প্যাকেট থেকে ১৬ কেজি গাজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।