বিজয় টিভির ঢাকা ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালীমন্দিরের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। হত্যা কান্ডের ঘটনায় সাংবাদিক জুলহাসের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী শাহিন (৩৫) ও তার সহযোগী মোয়াজ্জেমকে (৩২) গ্রেফতার করে পুলিশ।