কুমিল্লায় র্যাবের পৃথক দুইটি অভিযানে কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ১৭২ বোতল ফেন্সিডিল, ৮৪ বোতল বিদেশী মদ, ৮৩ বোতল বিয়ারসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতারকরা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি ২ কুমিল্লার ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৩ জুলাই রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৪ বোতল বিদেশী মদ এবং ৮৩ বোতল বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা কোতয়ালী মডেল থানার নবগ্রাম গ্রামের মোঃ ফরিদ মিয়া’র ছেলে মোঃ ফয়সাল আহমেদ(২৭) এবং
একই গ্রামের মোঃ আলম মিয়ার ছেলে মোঃ আকাশ মিয়া(২৬)।
পৃথক আরও একটি অভিযানে ১৩ জুলাই সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন চৌয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৭২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের পেয়ার মিয়া’র ছেলে মোঃ ফয়সাল(১৯) এবং একই গ্রামের মোঃ
সাগর আলী’র ছেলে মোঃ সজিব মিয়া(১৯)।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানা ও সদর দক্ষিণ মডেল থানায় পৃথক পৃথক মাদক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।