1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :

কু‌মিল্লা পাঁচথুবীর ৬ নং ওয়া‌র্ডে জন‌মতে এ‌গি‌য়ে আ‌ছেন কা‌বিল

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ বার পঠিত

আসন্ন ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে তরুন সমাজ সেবক ও জনগ‌নের আস্থাভাজন ‌হি‌সে‌বে প‌রি‌চিত কা‌বিলুর রহমান কা‌বিল। পু‌রো ওয়া‌র্ডে জনপ্রিয়তায় এ‌গি‌য়ে র‌য়ে‌ছেন কা‌বিলু‌র রহমান কা‌বিল।

৬নং ওয়া‌র্ডের স্থানীয় লোকজন ও ভে‌াটার‌দের সা‌থে কথা বলে জানা যায়, উক্ত ওয়া‌র্ডে অন‌্যান‌্য ‌মেম্বার প্রার্থীদের চাই‌তে কা‌বি‌লের জন‌প্রিয়তা অ‌নেক বে‌শি। জনমত জ‌রি‌প ও ভোটার‌দের সা‌থে কথা ব‌লে কাবি‌লের জন‌প্রিয়তা অ‌নেক বে‌শি দেখা গি‌য়ে‌ছে । ৬ নং ওয়া‌র্ডের স্থানীয় এক ব‌্যবসা‌য়ি এ প্রতি‌বেদক‌কে ব‌লেন,  ২৬ তা‌রিখ ভো‌টের মাধ‌্যমে কা‌বিল‌কে বিজয়ী করব ইনশাল্লাহ।

এ বিষ‌য়ে কাবিলুর রহমান জানান, ওয়ার্ডবাসীর সমর্থনে  ইউ‌পির মেম্বার প‌দে নির্বাচ‌নে অংশ গ্রহন ক‌রে‌ছি। তি‌নি নির্বাচনী ইশ‌তেহা‌রে অ‌নেকগু‌লো বিষয়‌কে সাম‌নে রে‌খে জনগ‌ণের নিকট নির্বাচনী ইশ‌তেহার ঘোষণা দি‌য়ে‌ছেন ।

# এলাকার উন্নয়ন প্রকল্পে জনগনকে সম্পৃক্ত করা, এবং সকল শ্রণীর মানুষের সুপরামর্শ গ্রহন করে ওয়ার্ড‌কে উন্নয়‌নের জন‌্য নি‌জে‌কে নি‌য়ো‌জিত রাখ‌বেন।
# পাঁচথুবী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান হাসান রাফি রাজু ভাইয়ের পরামর্শ ক্রমে ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজে নি‌য়ো‌জিত থাক‌বেন।
# নির্বাচিত হলে তি‌নি এলাকার শিক্ষিত ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করে তাদের পরামর্শে কর্মকাণ্ড পরিচালনা করবো।
# ৬ নং ওয়ার্ড‌র প্রধান সমস‌্যা মাদক নি‌য়ন্ত্রণ।।তরুণ সমাজ‌কে মাদকমুক্ত কর‌তে সর্বাত্মক চেষ্টা চা‌লি‌য়ে বি‌শেষ উ‌দ্যোগ গ্রহন।
# আর্থিক অস্বচ্ছল,প্রতিবন্ধী, বয়স্ক ভাতা,এতিম দুঃস্থ শিক্ষার্থীদের জন‌্য বরাদ্দকৃত অনুদান ও সু‌যোগ সু‌বিধা শতবাক পালন ।
# ওয়া‌র্ডের শিক্ষিত বেকার যুবকদের‌কে স্বাবলম্বী করতে প্রশিক্ষণের ব্যবস্থা ক‌রে উ‌দ্যোগক্তা হি‌সে‌বে দে‌শের সম্প‌দে প‌রিণত কর‌তে বি‌ভিন্ন কর্মপ‌রিকল্পনা গ্রহন।
# ওয়া‌র্ডের প্রতি‌টি নাগ‌রিকের সমস‌্যায় পা‌শে দাড়া‌নোর ঘোষণা ।


২৬ তা‌রি‌খের নির্বাচ‌নে জনগ‌নের ভো‌টে নি‌শ্চিত জয় লাভ ক‌রবেন ব‌লে জানান তি‌নি। নির্বাচিত হ‌য়ে তার দেওয়া প্রতিশ্রু‌তিগু‌লো বাস্তবায়‌নে স‌র্ব্বোচ আত্ম‌নি‌য়োগ কর‌বেন ব‌লে জানান কা‌বিলুর রহমান কা‌বিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com