রাজবাড়ী জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে রাজবাড়ী-ফরিদপুরসহ ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হলেও সকাল পৌনে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিলের ইমারেশন প্ল্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো মিলে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।