ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারীর দশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন ও আলফাডাঙ্গার তিনটি ইউনিয়নে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) ১৩ জনসহ ৬৯ জনই আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা দুই উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বোয়ালমারীর দশটি ইউনিয়নের মধ্যে ঘোষপুর ইউনিয়নে ৩, ময়না ইউনিয়নে ১০, চতুল ইউনিয়নে ৬, গুনবহা ইউনিয়নে ৫, শেখর ইউনিয়নে ৩, বোয়ালমারী সদর ইউনয়নে ৭, পরমেশ্বরদী ইউনিয়নে ৬, দাদপুর ইউনিয়নে ৯, রূপাপাত ইউনিয়নে ৫, সাতৈর ইউনিয়নে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে বানা ইউনিয়নে ৯ জন, পাঁচুড়িয়া ইউনিয়নে ৫জন ও টগরবন্দ ইউনিয়নে ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া বোয়ালমারীর দশ ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৬৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১০১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আজমল হোসেন জানান, প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, চতুর্থ ধাপে ১০ নভেম্বর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এসব ইউপিতে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।