নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন এলাকায় রোববার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মোহাম্মদ সঞ্জিত (১৮) নামের এক পোশাকশ্রমিক খুন হয়েছে।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা রিপন মিয়া জানান, আমার ভাগিনা একজন পোশাকশ্রমিক। সে ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল। ওই এলাকার মাদক ব্যবসায়ী আদম ও কদম নামের দুই ভাই কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের বাসা ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন এলাকায়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।