কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম মহানগরীর নুরপুরে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের সর্দার সাহেব আলীকে গ্রেফতার করে। ডাকাত সাহেব আলী জেলার দেবীদ্বার উপজেলার চুলাশ গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদে খবর পেয়ে শনিবার গভীর রাতে কোতয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আন্ওয়ারুল আজিমের দিকনির্দেশনায় এসআই নুরুল আলম, এসআই তানজীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ নগরীর নুরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সর্দার সাহেব আলীকে গ্রেফতার করে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে। ডাকাত সাহেব আলী চারজন স্ত্রীকে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। গ্রেফতার ডাকাত সর্দার সাহেব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে থানা পুলিশ।