কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সাহাপুর থেকে ইয়াবা সুন্দরী সীমাকে ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের দিক নির্দেশনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আর্দশ সদর উপজেলার সাহাপুর এলাকা থেকে বিবির বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ি ও ইয়াবা সুন্দরী সীমা আক্তারকে ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতার সীমার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।উল্লেখ্য বিবিরবাজারের সীমা জেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী । তরুনী হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ইয়াবা সুন্দরী সীমা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। ধৃত আসামি সীমার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
এছাড়াও কুমিল্লা জেলার দেবীদ্বার থানা পুলিশের অফিসার ইনচার্জ এর নির্দেশনায় থানার এসআই(নিঃ)মোঃ সালাউদ্দিন শামীম, এএসআই(নিঃ) মোঃ শাহাদাত হোসেন, এএসআই(নিঃ) মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দেবিদ্বার থানাধীন বাগুর বাস ষ্টেশন ও কুড়াখাল ঈদগাঁও মোড় থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনকালে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন(২৫) ,ঝর্না বেগম(৩৫) ,বাদল মিয়া(২১) সহ তিনজনকে গ্রেফতার করে।