স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে ঝড়ে পড়া ৫০ শিক্ষার্থীর পড়াশুনার দায়িত্ব নিয়েছে নারায়নগঞ্জ নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন “টিম খোরশেদ”। শনিবার (২৭ মার্চ) বিকেল ৩ টায় অভিভাবকদের উপস্থিতিতে ৫০ শিক্ষার্থীর হাতে বই ও বেতনের রশিদ তুলে দেন `করোনা বীর` খ্যাত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
জানা যায়, নারায়নগঞ্জ মহানগরীর ১৩ নং ওয়ার্ডের মাসদাইর ও গলাচিপা এলাকার এই শিক্ষার্থীরা আরবান আনন্দ স্কুল থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর আর্থিক অভাব অনটনের কারনে হাইস্কুলে ভর্তি হতে না পারায় পড়া লেখা বন্ধ হয়ে যায়।এ খবরে টিম খোরশেদ ৬ষ্ঠ শ্রেণিতে ৪১ জন ও সপ্তম শ্রেণিতে ৯ শিক্ষার্থীর স্কুলে ভর্তি ফি,মাসিক বেতন ও স্কুল ড্রেসের দায়িত্ব নেয়। এ বিষয়ে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, শিক্ষা ছাড়া দারিদ্র্যতা দূর করার কোন উপায় নেই। শিক্ষার মাধ্যমেই আমাদের দারিদ্র্যতাকে দূর করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, টিম খোরশেদের নারী টিমের প্রধান সমন্বয়কারী আফরোজা খন্দকার লুনা, টিম খোরশেদের সদস্য আনোয়ার মাহমুদ বকুল, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আওলাদ হোসেন, রশিদুর রহমান রশো, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ।