পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নারায়নগন্জ স্হানীয় দৈনিক পত্রিকা সংবাদচর্চার ফটো সাংবাদিক মাহমুদুর রহমান প্রিতম,মঙলবার ২৩ শে মার্চ দুপুর ১২ টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জেলা কারাগারের বিপরিত পাশে সস্তাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনার হামলার শিকার সাংবাদিক প্রিতম ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগে ফটো সাংবাদিক প্রিতম অভিযোগ করেন। ফতুল্লা নারায়নগন্জ লিংক রোডে অবস্থিত জেলা কারাগারের বিপরিত পাশে একটি জমির ওপর নির্মিত দোকান পাটে হামলা ও ভাংচুরের খবর পান তিনি,বেলা ১২ টায় তার নিকন ৭০ ক্যমারা দিয়ে ছবি তুলেন,ছবি তুলতে দেখে সন্ত্রাসীরা তার দিকে তেড়ে আসে,পরে সাংবাদিক পরিচয় পেয়ে হাজী রিপন ও কাউন্সিলর শফিউদ্দিন প্রধান তার উপর ব্যপক রড ও লাঠি দিয়ে মারধর করে,এবং তার মানিব্যাগ ও ছিনিয়ে নেন।মারধরের ঘটনায় অভিযুক্ত ১৪ নং কাউন্সিলর শফিউদ্দিন প্রধান বলেন,অবৈধ ভাবে জমি দখলের ঘটনায় শ্রমিকরা জড়ো হয়,সেখানে ছবি তুলতে গেলে মারধরের শিকার হন সাংবাদিক প্রিতম।এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা,তিনি ঘটনাস্থলে থাকলেও মারধর করেননি বলে দাবি করেন কাউন্সিলর শফিউদ্দিন প্রধান।
এদিকে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুজ্জামান বলেন,ফটো সাংবাদিক মারধরের ঘটনায় লিখিত একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করা হবে,রাত ৮ টায় প্রতিবেদন লিখা পযন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।