রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম – মোঃ রুবেল সরদার (৩২)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১০০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম-বার নাগরিক খবরকে বলেন, ১৯ মার্চ, ২০২১ (শুক্রবার) ০৯.৫০ টায় যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।